সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মেয়েকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন এক বাবা।
শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়কপুর কাজীপাড়া থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়কপুর কাজীপাড়ার সাবেক পরিকল্পনা পরিদর্শক মুনজুরুল ইসলাম রাজিব ও তার মেয়ে রাকা খাতুন (৭)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মুনজুরুল ইসলাম রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে রাজিব নিজ বাড়িতে তার মেয়ে রাকা খাতুনকে গলাটিপে হত্যা করেন। এরপর একই ঘরে নিজে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে।
তবে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে রাজিব তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।”
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।