• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৭:২৯ পিএম
মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিরোজ কবির রবিন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরা সদরের বেণীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন সদর উপজেলার আঠারোখাদা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বিকাল ৩টার দিকে সদর উপজেলার বেণীপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে অমিত (২০) ও হৃদয়ের (১৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Link copied!