• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনাসহ ৮ দফা দাবি


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৭:৪৩ পিএম
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনাসহ ৮ দফা দাবি

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনাসহ ৮ দফা দাবিতে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজন মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শহরে মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে শহীদ মনসুর আলী অডিটোরিয়াম চত্বরে শেষ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সমাবেশে  সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফজলু, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বাসদ সংগঠক নব কুমার কর্মকার, জাসদ নেতা মঞ্জুর আলম শাহিন, কাউন্সিল শাহাদাত হোসেন, শহিদুল আলম মেম্বার, আবদুল আজিজ মেম্বার, সজল মেম্বার, আরমান আলী, আঃ মন্নাফ খন্দকার, আবুল কালাম আজাদ, মনোরঞ্জন কর্মকার প্রমুখ।

সভায় বক্তারা ৮ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা, শহীদ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন, যুদ্ধস্থান গণহত্যার স্থান চিহ্নিতকরণ ও স্মৃতিফলক স্থাপন, মুক্তিযোদ্ধা ও শহিদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ, ঘুষ দূর্নীতি ও চোরাকারবার মাদক কারবার বন্ধ করা।

বক্তারা বলেন, “যে সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেই সরকারের পক্ষে সহজেই এই সব দাবি মেনে নেওয়া সম্ভব।”

Link copied!