• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মি‌ছিল শে‌ষে হামলা, ভাঙচুর অ‌গ্নিসং‌যোগ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:১০ পিএম
মি‌ছিল শে‌ষে হামলা, ভাঙচুর অ‌গ্নিসং‌যোগ

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে ইউ‌নিয়ন প‌রিষ‌দ (ইউ‌পি) নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে হামলা, দোকানপাট ও ইউ‌নিয়ন প‌রিষদ ভাঙচুর ও অ‌গ্নিসং‌যো‌গের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে গ্রাম পু‌লি‌শের সদস‌্যসহ বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে। 

বৃহস্প‌তিবার (২৩ ডি‌সেম্বর) দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার পাচ‌টিক‌ড়ির এলাকার লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে এই ঘটনা ঘ‌টে। আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। 

লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের গ্রাম পু‌লিশ ফজল হক ব‌লেন, নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম‌্যান মোহাম্মদ শরিফ হো‌সেনসহ ক‌য়েকজন ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে ব‌সেছিল। এসময় স্বতন্ত্র আনারস প্রতী‌কের প্রার্থীর লা‌ঠি সোটা নি‌য়ে এক‌টি মি‌ছিল প‌রিষ‌দের সাম‌নে দি‌য়ে যা‌চ্ছিল। প‌রে হঠাৎ ক‌রেই মি‌ছি‌লে থাকা লোকজন চেয়ারম‌্যা‌নের ও প‌রিষ‌দে হামলা চালায়। এছাড়া পা‌শের বেশ কিছু দোকানপাটও ভাঙচুর করা হয়। প‌রে প‌রিষ‌দের সাম‌নে থাকা মোটরসাই‌কে‌লে আগুন ধ‌রি‌য়ে দেওয়া হয়। এসময় তা‌দের বাধ‌া দি‌লে গ্রাম পু‌লিশ‌দের উপর হামলা ক‌রে এবং ইটপাট‌কেল ছুড়‌তে থাকে। এ‌তে গ্রাম পু‌লিশ ফারুক আহত হয়।

তি‌নি আ‌রও ব‌লেন, ঘটনার সঙ্গে সঙ্গে পু‌লিশ ও প্রশাসন‌কে জানা‌নো হ‌লেও কোনো ব‌্যবস্থা নেয়‌নি। 

হামলায় আহত গ্রাম পু‌লিশ সদস‌্য ফারুক জানায়, পরিষ‌দে হামলা ঠেকা‌তে গি‌য়ে আহত হই‌। তবে এ‌তো বড় ঘটনা তবুও কোন প্রশাসন আ‌সে‌নি। 

লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও নৌকার প্রার্থী মোহাম্মদ শ‌রিফ হো‌সেন ব‌লেন, স্বতন্ত্র প্রার্থী শ‌হিদুল হক মিল‌নের লোকজন লা‌ঠি‌সোটা নি‌য়ে মি‌ছিল ক‌রে প‌রিষ‌দে হামলা ক‌রে। এ‌তে গ্রাম পু‌লিশসহ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে। এছাড়া একটি মোটরস‌াই‌কেল পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে এবং আ‌রও দুই‌টি সাই‌কেল ভাঙচুর ক‌রে‌ছে। এঘটনায় বারবার ফোন কর‌লেও থানার পু‌লিশ রি‌সিভ ক‌রেন‌নি। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আজহারুল ইসলাম সরকারের সা‌থে মোবাই‌লে বারবার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি। 
 

Link copied!