জামালপুরের মেলান্দহ উপজেলায় বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। নিহত জয়ফুলের (৫০) স্বামীর নাম আকমত চৌধুরী। মেয়ে স্বামী পরিত্যক্তা স্বপ্না (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়ফুলের স্বামী অনেক আগে মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ে। দুই ছেলে বিদেশে থাকেন। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা মা ও মেয়েকে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বলেন, “মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে।”