• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

মানিকগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৩:৫২ পিএম
মানিকগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৭৭০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৭ শতাংশ।

রোববার (৮ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়। 

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা জানান, নতুন ১৫৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬৪ জন, সাটুরিয়ায় ২৮ জন, ঘিওরে ২৯ জন, দৌলতপুরে ৯ জন, শিবালয়ে ১০ ও হরিরামপুরে ১৩ রোগী শনাক্ত হয়েছে। 

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৭৯ পুরুষ ও ৬৮ জন নারীসহ ১৪৭ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ৮২ জন ও ৯৯ জন নারীসহ ১৮১ জন রোগী উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ হাসপাতালে ভর্তি মোট রোগী রয়েছে ৩২৮ জন। এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন রোগী।

জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৩। এদের মধ্যে তিন হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ২৭৭ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

Link copied!