• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০২:৩৬ পিএম
মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ, খাগড়াছড়ি  জেলা শাখা।

শুক্রবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতো ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া চান তারা। এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণসহ ঐচ্ছিক বদলি, প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড প্রদানের দাবি জানান। 

মানববন্ধনে প্রতিষ্ঠানপ্রধানদের খাগড়াছড়ি শাখার সভাপতি অংপ্রু মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন এপিবিএ উচ্চবিদ্যালয়ের সহাকারী শিক্ষক ননিকা চাকমা, পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার চাকমা, প্রতিষ্ঠান প্রধান পরিষদের খাগড়াছড়ি সাধারণ সম্পাদক কার্নেজী চাকমা, দীলিপ কুমার চাকমা।

Link copied!