জয়পুরহাটে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ দুই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬ জন মাদ্রাসার শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে জয়পুরহাট সদর উপজেলার মিরগ্রামচৌমুহনী-মাধাইনগর সড়কের কেন্দুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- জিয়াউর রহমান (৯) ও আব্দুল্লাহ (৮)। তারা দুজনেই পাঁচবিবি উপজেলার শাইলট্রি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
আহতরা হলো— একই মাদ্রাসার শিক্ষার্থী আজিম (৭), তাসিন (৮), সানাউল (৮) রাফসান (১০), রিহান (১৬) ওমর ফারুক (১০)।
আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, শাইলট্রি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদ্রাসার জন্য ধান সংগ্রহ করে অটোভ্যানে মাদ্রাসায় ফিরছিল। পথে কেন্দুল মোড়ে একটি ধান বোঝায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় সাত জন মাদ্রাসার শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয়।