• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৯:৩৬ এএম
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

জয়পুরহাটে মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় মো. সনজাদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
শনিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে সদর উপজেলার পূর্ব থিপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সনজাদ ওই গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গত ২৪ মার্চ ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে সনজাদ বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সানজাদ পালিয়ে যান।

পরে ভিকটিমের মা বাদী হয়ে জয়পুরহাট থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। 

Link copied!