গাইবান্ধায় মাদকের এক মামলায় মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারী (৪৬) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীর বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। গোপন তথ্যে ওই গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীকে আটক করে র্যাব। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় ওই দিন রাতেই র্যাবের তৎকালীন ডিএডি নুরুল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় মোস্তাফিজুরকে একমাত্র আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীর নামে আদালতে অভিযোগ পত্র জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, “দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দিয়েছেন তাকে।
এদিন আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।