জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মিন্টু (৩৫)।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজাপ্রাপ্ত মিন্টু জয়পুরহাট শহরের বুলুপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ নভেম্বর জয়পুরহাট জেলা পরিষদের ডাক বাংলোর সামনে মিন্টু তার পরিহিত প্যান্টের পকেটের মধ্যে হেরোইন রেখে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মিন্টুর প্যান্টের ডান পকেট হতে চার পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পের সদস্যরা। পরে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী অফিসার মিন্টুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত এবং মিন্টুর বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত।
দীর্ঘদিন পর শুনানির পর আজ (সোমবার) এই রায় দেন আদালত।