মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৩৫ পিএম
মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালে নগরীর নবগ্রাম রোডের হলি কেয়ার নামের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে চন্দন সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতেল মর্গে পাঠিয়েছে। 

চন্দন আগৈলঝাড়া উপজেলার বারোপাইকা গ্রামের চিত্র রঞ্জন সরকারের ছেলে।

রোগীরা জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। পরে আজ সকালে বাথরুমে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেশীরা জানান, নগরীর নবগ্রাম রোডের হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগীদের নির্যাতনের কান্না শুনতে পান। চিকিৎসাধীন রোগীর স্বজনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিষয়টির সম্পর্কে জানতে চাইল হলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল কোনো কথা বলতে চাননি।

Link copied!