• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মাদক ও অস্ত্রসহ ২ ভাই আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:৩৪ পিএম
মাদক ও অস্ত্রসহ ২ ভাই আটক

কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়াস্থ ইসলামাবাদ এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও আইসসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামাবাদ এলাকার ছৈয়দ কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৪) এবং তার ছোট ভাই মইনুল ইসলাম কাজল (১৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, আটককৃতদের দীর্ঘদিন ধরে নজর রাখা হচ্ছিল। ভোরে আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের নিজ বাসভবনের সিলিং থেকে  ২ হাজার ২০০ পিস ইয়াবা, ৩ গ্রাম আইস এবং আমেরিকার তৈরি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বুলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।   

রুহুল আমিন আরও বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ইস্যুতে পৃথক পৃথক ধারায় দুটি মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Link copied!