পরকীয়ায় লিপ্ত স্ত্রী, তাই মাইকিং করে তালাক দিলেন স্বামী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তালাক দেওয়ার পর মিষ্টি বিতরণ করেন তিনি। মাইকিংয়ের বিষয়টি অন্যায় হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি।
জানা যায়, কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মাইক ভাড়া করে শত শত মানুষের সামনে স্ত্রীকে তালাক দিয়েছেন ছৈয়দ নূর (৪৫) নামের এক ব্যক্তি। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ১২ বছর আগে ছৈয়দ নূর ওই নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর হাতে বেশ কয়েকবার স্ত্রী ধরাও পড়েন। স্ত্রীকে বেশ কয়েকবার সতর্ক করেন নূর। পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে মাইকিং করে জনসমক্ষে স্ত্রীকে তালাক দেন তিনি।
ছৈয়দ নূর বলেন, “আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে সব সময় ঝগড়া-বিবাদ হতো। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী জানান, তাদের বিচার বর্তমানে ইউনিয়ন পরিষদে চলমান। তবে তালাক দুইজনের ব্যক্তিগত ব্যাপার, যা উচ্চারণের সঙ্গে সঙ্গে কার্যকর। এখানে মাইকে এসে বলার কিছুই নেই। এটা অন্যায় হয়েছে।