• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মাইকিং করে শিক্ষার্থীদের টাকা ফেরত দিল স্কুল কর্তৃপক্ষ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৩৯ পিএম
মাইকিং করে শিক্ষার্থীদের টাকা ফেরত দিল স্কুল কর্তৃপক্ষ

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর করোনার টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে সকল শিক্ষার্থীর টাকা ফেরত দেন শিক্ষকরা।

জানা গেছে, বিদ্যালয়ের এসি (এয়ার কন্ডিশনার) কেনার টাকা পরিশোধ করতে গত রোববার করোনার টিকা দিতে প্রতি জন শিক্ষার্থীর কাছ থেকে ৬০ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টির প্রতিবাদ করলে শিক্ষকরা ভয়ভীতিও দেখান তাদের। পরে বাধ্য হয়েই টাকা দিয়ে টিকাগ্রহণ করেন শিক্ষার্থীরা।

ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে রোববার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, টিকা কার্যক্রম পরিচালনায় এসি ক্রয় বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। এরমধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা দিয়ে পরিশোধ করা হবে।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় প্রশাসনেও। এমন পরিস্থিতিতে সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অষ্টম শ্রেণির ছাত্র ইসহাক হোসেন, নবম শ্রেণির ছাত্রী সুমি খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, টিকা দেওয়ার নামে টাকা আদায় করা নিয়ে তারা বিড়ম্বনায় পড়েছিলেন। কোথাও তো টাকা নেওয়ার কথা শোনেননি তারা। সে কারণে বিষয়টি নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন। টাকা ফেরত পাওয়ায় তারা খুশি বলে জানান।

ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা দিকে নজর রেখে অনেকের সঙ্গে আলাপ করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে তিনি ভাবেননি। তিনি সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য দুঃখপ্রকাশ করেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী জানান, টাকা আদায়ের সত্যতা তিনি পেয়েছেন এবং জরুরিভাবে আজকের (সোমবার) মধ্যেই টাকা শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডেকে নিয়ে টাকা ফেরত দিয়েছেন বলেন জানতে পেরেছেন।

Link copied!