‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় রাজবাড়ীতেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১।
২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী নির্যাতন বন্ধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে নারীকে যৌন হয়রানি এবং নারীকে হেয় করে সাইবার ক্রাইম বন্ধের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “করোনাকালীন সময়ে নারী ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, নারীপাচার বেড়েছে। এছাড়া ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতায় সংখ্যালঘু ধর্মীয় ও ক্ষুদ্র জাতিসত্তার নারীরা অনেকটাই বিপন্ন অবস্থায় রয়েছে।
তারা দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং গণপরিবহণে নারীদের যৌন হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রাষ্ট্রীয় বৈষম্যমূলক পারিবারিক আইন সমূহ বাতিল করতে হবে। নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক প্রশয় দেওয়া বন্ধ করতে হবে।
এছাড়া দেশের বড় যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মীদের নিয়ে সাংবাদিকদের করা নানান প্রশ্নের জবাবে তারা বলেন, “কাউকে জোড়পূর্বক দেহ ব্যবসা করানো হলে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হবে অথবা পূর্নবাসনের ব্যবস্থা করা হবে।”
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার দেওয়া তথ্য মতে, জেলায় ২০২১ সালে ১৭ টি ধর্ষণ, ৩টি গণধর্ষণ, ৬টি হত্যা, ২টি অপহরণ, একটি ধর্ষণচেষ্টা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ২ টি নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসা সুলতানা মায়া, সদস্য শাহিনা সুলতানা, এ্যাড.নাজমা সুলতানা, নমিতা দাস, রেখা দাস, শায়লা তাবাসসুম নেওয়াজ, শাশ্বতী চক্রবর্তীসহ প্রমুখ।