হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পূর্ব ফান্দ্রাইল গ্রামে ৩৫ বছরের পুরোনো একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আফজাল চৌধুরী (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে ওই গ্রামের পাঁচপীরের মাজারে ওরস চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পূর্ব ফান্ডাইল গ্রামে ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে ‘পূর্ব ফান্ডাইল জামে মসজিদ’র প্রতিষ্ঠা হয়। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও গ্রামবাসীর সহযোগিতায় মসজিদটির কার্যক্রম চলতে থাকে। সম্প্রতি লন্ডনপ্রবাসী সাইফুল ইসলাম সেফুল মসজিদটির নাম পরিবর্তন করে তার বাবার নামে করার চেষ্টা করেন। এ নিয়ে একই গ্রামের তাউস মিয়া, গাউছ মিয়াসহ তাদের লোকজনের সঙ্গে সেফুলের বিরোধ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস চলাকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।