পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আলহাজ লোকমদ্দীন (৮৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বাজারসংলগ্ন মসজিদের পাশের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত লোকমদ্দীন ঠাকুরগাঁও জেলার কিসমত শুখান পুকুরী এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমদ্দীন রণচণ্ডী বাজারের মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয়রা মসজিদের পাশের রুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কেন কীভাবে এই মৃত্যু হলো, তার কোনো আলামত এখনো পাওয়া যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।