• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

মশা তাড়ানোর আগুনে পুড়ে মরল ২৭টি গরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৮:৫১ এএম
মশা তাড়ানোর আগুনে পুড়ে মরল ২৭টি গরু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা খড়ের আগুনে পুড়ে মরেছে ২৭টি গরু।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সোলেমানের খামারে এ ঘটনা ঘটে।

কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, খামারে মশা তাড়ানোর জন্য খড়ের ধোঁয়া দিয়ে নামাজ পড়তে যান খামারের মালিক সোলেমান। এরপরই খামারে আগুন লেগে যায়।

খামার মালিক সোলেমান জানান, আগুনে ৩টি বড় ষাঁড়, ২২টি শাহীওয়াল বড় বকনা ও ২টি বাছুর পুড়ে মারা গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল পরিদর্শন করেছেন। নাচোল থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়। পরে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Link copied!