• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মমেকে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১২:০৪ পিএম
মমেকে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মহিউদ্দিন খান মুন জানান, মমেকে আগের দিনের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধনবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)। গত সাড়ে তিন মাসের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আরও বলেছেন, হাসপাতালের পিসিআর ল্যাব ও  অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। 

Link copied!