ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে এক ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২৪৪ জন।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
মহিউদ্দিন খান মুন জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যান শেরপুর সদরের মরিয়ম আক্তার (২০), উপসর্গে মারা যান গাজীপুরের শ্রীপুর উপজেলার মনোয়ারা (৯০), কিশোরগঞ্জ সদর উপজেলার তানিয়া (২১) ও ময়মনসিংহের হালুয়াঘাটের বাদল সরকার।
ওই কর্মকর্তা আরও জানান, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৪ জনের। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।