• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভোটকেন্দ্র থেকে সিল দেওয়া ৩৫টি ব্যালট উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৩:০৬ পিএম
ভোটকেন্দ্র থেকে সিল দেওয়া ৩৫টি ব্যালট উদ্ধার

ষষ্ঠ ধাপে সারা দেশের ২১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে  নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়। সেখানে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল দেওয়া ৩৫টি ব্যালট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় বাইরে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় প্রশাসন জানায়, সিলমারা অবস্থায় পাওয়া ব্যালটগুলো বাতিল করা হয়েছে। 

এদিকে অন্য়ান্য় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। শীত উপেক্ষা করেই ভোটাররা কেন্দ্রে  উপস্থিতি হয়েছে। নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। 

নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন। যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ এবং ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।

Link copied!