ভোলার লালমোহন উপজেলায় চাঁদাবাজি করায় ভুয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাকে (২৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম মোস্তাফিজুর রহমান (২৪) নামের ওই যুবককে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান ওই এলাকার রফি উদ্দিনের ছেলে এবং তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, মোস্তাফিজুর রহমান নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে টাকা দাবি করেন। তারই প্রেক্ষিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) মোস্তাফিজুর রহমান বিকাশ একাউন্টে হাজার টাকা পাঠান ভাইস চেয়ারম্যান। একদিন বাদে পুনরায় টাকা দাবি করলে ভাইস চেয়ারম্যান থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এনায়েত হোসেন।