• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভুলে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:২৪ এএম
ভুলে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে ভুলে কীটনাশক খেয়ে প্রাণ গেলো শিশুর। 

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু হলো  শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩)।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলার এক সময় সবার অজান্তে ঘরে থাকা গুঁড়ো জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। পরে দুই শিশু বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে বিষয়টি পরিবারের লোক টের পায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। 

Link copied!