• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাঙ্গা এখন দেশের সবচেয়ে উন্নত উপজেলা : নিক্সন চৌধুরী


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:২৩ পিএম
ভাঙ্গা এখন দেশের সবচেয়ে উন্নত উপজেলা : নিক্সন চৌধুরী
বক্তব্য রাখেন সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন

ভাঙ্গা আর ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন সিঙ্গাপুর। ভাঙ্গা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখন ভাঙ্গার রাস্তা দেখতে আসে বলে মন্তব্য করেছেন ফরিদপুরের-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ নিক্সন বলেন, “ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মান মন্দির। এই মান মন্দির দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসবে। এছাড়া ভাঙ্গায়  ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রেলওয়ে স্টেশন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠু, সদস্য খন্দকার ওবায়দুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহীনুর ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ ফকির প্রমুখ।

Link copied!