বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৯:৫৪ পিএম
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিলেটের গোয়াইনঘাটে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে খুন হয়েছেন ছোট ভাই।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম রাজু (১৮)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি দারুখা এলাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে বড় ভাই মানিক (২২) কুড়াল দিয়ে আঘাত করলে রাজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, এ ঘটনায় তাদের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত বড় ভাই মানিককে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!