মেহেরপুরে তোফাজ্জেল হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) সদর উপজেলার হরিরামপুর গ্রামের বিলপাড়ায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফাজ্জেল হোসেন ছাগল ও গরুর ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আজ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেয়।
নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, রোববার রাত ১০টার পর তার স্বামী তোফাজ্জেল হোসেন বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে নিজ গ্রাম হরিরামপুরের মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখলে কৃষকরা তার পরিবারকে খবর দেয়। পরে মাঠের মধ্যে একটি জমিতে পরিবারের লোকজন তার লাশ দেখতে পান।
নিহতের স্ত্রী আরও জানান, ছাগল ও গরু ব্যবসার পাশাপাশি বিয়ের ঘটকের কাজও করতেন তোফাজ্জেল হোসেন। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা বেরিয়ে আসবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”