খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠনের সদস্যরা জড়ো হন। পরে সকলে মিলে মনববন্ধনে মিলিত হয়। এরে আগে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনো ধন সম্পত্তি থাকে না, কারোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে তার বিহারেই সোমবার দিবাগত কুপিয়ে হত্যা করা হয়।
বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বিহারে একা ছিলেন।
এ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।