• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বোমাসহ ইউপি চেয়ারম্যানের ছেলেসহ গ্রেপ্তার ২


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৭:০৪ পিএম
বোমাসহ ইউপি চেয়ারম্যানের ছেলেসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীতে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাংশায় নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করতে গিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজের উপর থেকে তিনটি হাত বোমাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা তারা হলেন মৌরাট ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামানিকের ছেলে শামীম প্রামানিক (৩৬) এবং চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, “নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সাবেক চেয়ারম্যান  মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে ব্রিজের উপর বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করছিলেন তারা। এ সময় তিনটি হাত বোমাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলার ৩, ৪ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।”

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, “গোপন সংবাদে বোমা ফাটানোর বিষয়টি জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি বোমাসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও একটি বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে।”

গ্রেপ্তারকৃত আসামিদেকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Link copied!