ভারত সরকারের দেওয়া উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল নয়টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে অ্যাম্বুলেন্সগুলো।
বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার গণমাধ্যমকে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে প্রথম চালানে ১টি ও দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স আসে। তৃতীয় চালানে এই ৪০টি অ্যাম্বুলেন্স এসেছে।
মামুন কবির তরফদার আরও জানান, বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স পর্যায়ক্রমে সেপ্টেম্বরে আসবে। প্রতিটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা আছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় অ্যাম্বুলেন্সগুলোর গেটপাশ জমা দিয়েছিলেন।