• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে আটক ২


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:২৩ পিএম
বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে আটক ২

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। 

শুক্রবার ভোর ৬টার দিকে সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক দুই জেলে হলেন বাগেরহাটের মোংলা থানার চাঁদপাই গ্রামের জুলিফিকার আলী ও মিরাজ হোসেন।

বনবিভাগ জানায়, বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের প্রধান মুন্সিগঞ্জ স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল সদস্যরা সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে উক্ত দুই জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় দুই লিটার বিষ, ট্রলার, জাল ও ১০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, “স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় সরঞ্জামসহ উক্ত দুই জেলেকে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

Link copied!