বিএনপি বিশ্বব্যাপী দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি সারা দুনিয়ায় দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে এবং লবিস্ট নিয়োগ করছে। দেশের রপ্তানি ও উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয় এবং দেশের সুনাম যাতে ক্ষুণ্ন হয় সেজন্য বহির্বিশ্বে কাজ করছে তারা।”
যারা পয়সা খরচ করে বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের দেশদ্রোহী বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য ও সাহায্য পুণর্মূল্যায়নের জন্য। একটি দলের মহাসচিব কিভাবে এটা পারেন?”
মন্ত্রী আরো বলেন, “শেখ হাসিনার সাফল্যের কারণে দেশের মানুষ খুশি হলেও বিএনপি-জামায়াত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। যে কারণে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।”
দলের তরুণ নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনার সাফল্যের ভাগিদার দেশের জনগণ। কিন্তু এই সাফল্য তরুণ নেতা-কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মাঝে মাঝে ম্লান হয়ে যায়।”
এজন্য তিনি তরুণ নেতা-কর্মীদেরকে ক্ষমতায় থাকাকালীন আরো বিনয়ী হওয়ার পরামর্শ দেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ফেসবুকে তুলে ধরার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, “দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না। দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এই মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। দেশবিরোধী বা সরকারবিরোধী পক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে আমাদের উচিত সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা।”
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।