• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪ 


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০১:৩৭ পিএম
বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪ 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ওই চার যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে আটক করেন কাস্টমসের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মো জাহিদ, সিলেটের কানাইঘাটের মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার মেশিনের ভেতরে রাখা ছিল। এর মূল্য প্রায় ৭ কোটি টাকা।

পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
 

Link copied!