নোয়াখালী পৌরসভায় বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল। তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) ৩৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সকাল থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট গ্রহণ।সন্ধ্যায় নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কম্পিউটার প্রতীকে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শহিদুল ইসলাম কিরণ। তিনি পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।
এদিকে বিজয় উল্লাসে বিকেলে বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড বিজয় মিছিল বের হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় শহরে বড় আকারে বিজয় মিছিল থেকে বিরত ছিলেন জয়ী প্রার্থীর সমর্থকরা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মো. সহিদ উল্যাহ খান সোহেল। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।
বরিশাল জেলার জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন হায়দারের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেলিন মোবাইল প্রতীক পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট।