• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৯:৩৫ এএম
বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন সামনে রেখেই ১৭ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১০ ডিসেম্বর) তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (১১ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন বুধন্তি ইউনিয়নে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন, পত্তন ইউনিয়নে তাজুল ইসলাম ও সামসুল আলম, চর ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ ছানাউল্লাহ, চান্দুরা ইউনিয়নে কাজী ফয়েজ, ইছাপুরা ইউনিয়নে জিয়াউল হক বকুল ও আকতার হোসেন, চম্পকনগর ইউনিয়নে ইউসুফ আলী ভূঁইয়া ও আনোয়ার হোসেন চৌধুরী, বিষ্ণপুর ইউনিয়নে জামাল উদ্দিন ভূঁইয়া ও জসিম উদ্দিন চৌধুরী, হরষপুর ইউনিয়নে রাজিব চন্দ্র বণিক ও মো. শাহজাহান, পাহাড়পুর ইউনিয়নে অলি আহমেদ ও জসিম উদ্দিন মলাই এবং সিঙ্গারবিল ইউনিয়নে আল-আমিন ভূঁইয়া। এর সবাই বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার জানান, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে শুক্রবার ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আল মামুন বলেন, “তাদের একাধিকবার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলায় পুরোদমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।

Link copied!