চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভারত-বাংলাদেশের নবনির্মিত বিদ্যুৎ সংযোগের বৈদ্যুতিক তার নিয়ে খেলা করার সময় দুই শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো কালইর গ্রামের মাসুদ রানার ছেলে সজিব (১৩) ও একই এলাকার মিঠু আলীর মেয়ে লামিয়া আক্তার (৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজিব ও লামিয়া বাড়ি থেকে মাঠের দিকে ছাগল চরাতে যায়। সেখানে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে তারা খেলা করছিল। এ সময়ে বৈদ্যুতিক কাজে নিয়োজিত শ্রমিকরা তারটি টান দিলে তারা ওই তারে ঝুলে যায় এবং তার টানানোর টাওয়ারের ওপর উঠে যায়।
স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, তারের চাপে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত হয় লামিয়া। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে লামিয়ার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, ঘটনার পর স্থানীয়রা আহত লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসার জন্য এই সংযোগ লাইনের কাজ চলছে গত বছর থেকে। কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না করে কাজ করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।