• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিজিবি সদস্য হত্যার দায়ে যাবজ্জীবন ৪


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৮:৫৬ পিএম
বিজিবি সদস্য হত্যার দায়ে যাবজ্জীবন ৪

গোপালগঞ্জে এক বিজিবি সদস্যকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। সোমবার (৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার কোড়ামারী এলাকার আবু সাম ওরফে সামচুল হক (৬১), রওশন শেখ (৫৬), লিয়াকত শেখ (৫৯) ও রাজা ফকির (৫৬)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, কাশিয়ানীর কোড়ামারী গ্রামের কয়েকজনের সঙ্গে জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল বিজিবি সদস্য হিরু মিয়ার। ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি হিরু ছুটিতে বাড়ি আসলে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার পরদিন হিরুর স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান। আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান ও মো. মিজানুর রহমান খান।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!