• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিজিবি সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৯:২৭ পিএম
বিজিবি সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নির্বাচনে ভোটকেন্দ্রে হামলায় বিজিবি সদস্য নায়েক রুবেল মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি মো. মারুফ হোসেন ওরফে অন্তিককে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) র‌্যাবের মুখপাত্র লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

গারাগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় বিজিবি সদস্য নায়েক রুবেল হোসেন নির্মমভাবে নিহত হন।

মামলাটিতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্য হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামি মো. মারুফ হোসেন নীলফামারীর জলঢাকায় কিছুদিন পলাতক ছিল। এরপর তিনি গত ৩০ নভেম্বর ঢাকায় আসেন। ঢাকার আশুলিয়ায় এতদিন আত্মগোপনে ছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনার সময় গাড়াগ্রাম পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাঙ্গল প্রতীক সর্মথকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। এসময় বিজিবি সদস্য রুবেল ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ২৯ নভেম্বর মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামি করে ৯৫জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একটি মামলা করে প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয় স্বীকার করে বলেন, ওই মালায় এর আগে ২০জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজন জামিনে ছাড়া পেয়েছে।

Link copied!