• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
প্রধানমন্ত্রীকে কটূক্তি

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৮:৩৩ এএম
বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 

প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই আবেদন করা হয়।

আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তার অভিযোগে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করা হবে। তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, মহসিন আলী, আইনবিষয়ক সম্পাদক গোলাম মোকারম চৌধুরী জুয়েল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। 

Link copied!