• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘বিএনপি সবকিছু নিয়েই লুকোচুরি করে’


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০১:৫৮ পিএম
‘বিএনপি সবকিছু নিয়েই লুকোচুরি করে’

বিএনপি সবকিছু নিয়েই লুকোচুরি করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির কাছে একটা নির্বাচনই গ্রহণযোগ্য হবে, যেখানে তাদের জয়ী ঘোষণা করা হবে। এটা তো গণতন্ত্র হতে পারে না। বিএনপি সবকিছু নিয়েই লুকোচুরি করে।”

নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ জানিয়ে দীপু মনি বলেন, “বিএনপি যদি সত্যিই রাজনৈতিক দল হতো, তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত। তাদের একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “সব সময় ধোঁয়াশা তৈরি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের (বিএনপি) কাজ।”

Link copied!