• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ ৩


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৩:১১ পিএম
বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন আড়াইহাজার এলাকার মো. রাসেল (৩৫), রায়হান (২১) ও হাকিম মিয়া (২২)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে রোববার বিকেলে বাজার এলাকায় স্থানীয় ছেলেদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। এর জেরে জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনুর লোকজন ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহম্মেদের লোকজনের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। তাতে তিনজন গুলিবিদ্ধ হয়।

ওসি আনিচুর রহমান আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

Link copied!