মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টাব্যাপি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোড এলাকায় শুরু হওয়া সংঘর্ষ চলে সাড়ে চারটা পর্যন্ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। বৃহস্পতিবার সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
একপর্যায়ে সংঘর্ষটি শহরের কলেজ রোডের টুকু ব্রিজ ও ইলিয়ট ব্রিজ এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হন। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণে বিকেল সাড়ে চারটার দিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।