• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিউটিপার্লার থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৭:৪০ পিএম
বিউটিপার্লার থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপেজলার হাসনাবাদ বাজারের একটি বিউটিপার্লারের ভেতর থেকে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত ফারজানা আক্তার আদিয়াবাদ ইউনিয়নের প্রিপিনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামীর বাড়ি নাটোরে। স্বামীর সঙ্গে হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে নাটোর এলাকার লোকমান হোসেনের সঙ্গে বিয়ে হয় রায়পুরার আদিয়াবাদ এলাকার ফারজানা আক্তারের। এরপর ঘর ভাড়া নিয়ে বিউটি পার্লার বানিয়েছিল স্ত্রী ফারজানা। রোববার রাতে অন্যান্য দিনের মতোই স্বামীর সঙ্গে ঘুমাতে যায় সে। তারপর সকালে থাকার ঘরের পাশের রুম বিউটি পার্লারের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বামী লোকমান। স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে দুপুরে তারা মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী লোকমান মিয়া বলেন, “রোববার রাত দুইটার দিকে ঘুমাতে যায়। সকালে উঠে বিউটিপার্লারের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখি।”

এ বিষয়ে রায়পুরা থানার এসআই মো. জব্বার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এছাড়া নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!