• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিআইডব্লিউটিএ’র বিরুদ্ধে মানববন্ধন


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৩:৫৮ পিএম
বিআইডব্লিউটিএ’র বিরুদ্ধে মানববন্ধন

কিশারগঞ্জের ভৈরবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে মানববন্ধন করেছেন নদী তীরবর্তী ভূমির মালিক ও ব্যবসায়ীরা।

৭ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দুর্জয় মোড়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।

ভূমির মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, নদী তীরবর্তী মালিকানাধীন ভূমিতে পিলার বসিয়ে এককভাব নকশা তৈরি করে জমির মালিকদের হয়রানি করছে বিআইডব্লিউটিএ। হয়রানি বন্ধের দাবিতে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।

Link copied!