• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১২:২০ পিএম
বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভাবনা পেট্রল পাম্প সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বড়দড়গাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহন নামে বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক ও বাসের এক যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!