• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাসের ধাক্কায় ছেলের মৃত্যু, বাবা আহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১০:২৫ এএম
বাসের ধাক্কায় ছেলের মৃত্যু, বাবা আহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় আজিম উদ্দিন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা মোটরসাইকেলে আরোহী রফিকুল ইসলাম (৪৫)।  

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাঁটুভাঙার বেলতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-ছেলে মোটরসাইকেল যোগে স্থানীয় হাঁটুভাঙা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। অপরদিকে একটি বাস সখিপুর থেকে চন্দ্রা যাওয়া পথে বেলতৈল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। ৎ

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন জানান, বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!