গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক পথচারীসহ ছয়জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের নামপরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।