• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাসচাপায় এক পশু চিকিৎসক নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:২৬ পিএম
বাসচাপায় এক পশু চিকিৎসক নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসচাপায় আলী আজম (৩৫) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের উপজেলার চন্ডিভোগ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত পশু চিকিৎসক আলী আজম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিনা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। সে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, “উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। নিহত আলী আজম দুপুরে ভাটারপাড়া এলাকায় এক কর্মসূচি শেষ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সিরাজগঞ্জ-তাড়াশ আঞ্চলিক সড়কের চন্ডিভোগ পৌঁছলে অনিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!