• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বালুর মাঠ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৯:৪১ এএম
বালুর মাঠ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি বালুর মাঠ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বালুর মাঠ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কে বা কারা নবজাতকটিকে ফেলে যায়। বিকেলে শফিকুল ইসলাম নামে এক যুবক খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটির মরদেহ দেখতে পান। এরপর থানায় ফোন করা হলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”

Link copied!