• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১১:৫৬ এএম
বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল সমর্থনে বাম জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বাম জোটের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় দিকে শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বাম জোটের নেতারা জানান, বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সকাল পৌনে ৬টায় শহরের দুই নম্বর রেলগেট এলাকায় সিপিবির কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়া গোল চত্বর ঘুরতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে বাম জোটের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা সাবেক সমন্বয় ও সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। কোথাও কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা করা হয়নি। কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে লাঠিপেটা করে পুলিশ। এতে আমাদের অন্তত ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছে।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা দূর থেকে দেখছি তাদের মিছিল থেকে বিকট শব্দের পর ধোঁয়া। তখন আমরা তাদের বাধা দিয়েছি। তারা ককটেল ফাটিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তো দাঁড়িয়ে থাকবে না।”

Link copied!